উখিয়ার এসিল্যান্ডের বিরুদ্ধে টাকার বিনিময়ে পক্ষপাতমূলক রায় দেয়ার অভিযোগ!
Thursday, August 07, 2025
কক্সটিভি প্রতিবেদক ::
উখিয়ার এসিল্যান্ডের বিরুদ্ধে টাকার বিনিময়ে পক্ষপাতমূলক রায় দেয়ার অভিযোগ এনেছেন একজন ভুক্তভোগী।
মুহাম্মদ হোসাইন নামে ওই ভুক্তভোগী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি নিয়ে যে স্ট্যাটাস দিয়েছেন তা হুবহু তুলে ধরা হলো,
"উখিয়ার এসিল্যান্ড কি কাগজপত্র স্টাডি করে রায় দেয়? নাকি টাকার বান্ডিল নিয়ে রায় দেয়!
উপরের মহলের ফোনকলে যদি সঠিক বিচার পাওয়া এবং সাধারণ জনগণের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে এই জুলাই বিপ্লব-আর গণঅভ্যুত্থান হয়ে স্বস্তিটা কোথায়?
একমুখে কয়বার রায় দেয়? সে কি আওয়ামী সিন্ডিকেটর কেউ? সাধারণ মানুষের অধিকারকে বঞ্চিত করে উপর মহলের নিয়ন্ত্রণে চলে!
শতভাগ কাগজপত্র ঠিক থাকার পরেও কিভাবে সঠিক রায়টা ঘুরে যায়।"
অথচ, এ সংক্রান্ত বিষয়ে তথ্য চেয়ে উপজেলা ভূমি অফিসের প্রতিবেদনের জবাবে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস যে প্রতিবেদন দিয়েছে তা আবেদনকারী রেজাউল আলম চৌধুরী গংয়ের পক্ষে রয়েছে। তারপরও রহস্যজনকভাবে আবেদনটি খারিজ করে দেয়ার কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভুক্তভোগীরা।
বিষয়টি নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে উখিয়ার এসিল্যান্ডের সকল দূর্নীতির এবং জন-হয়রানির বিষয়ে সু-নজর দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আবেদনও জানিয়েছেন জমির প্রকৃত মালিকপক্ষ।
প্রসঙ্গত: এসিল্যান্ডের বিরুদ্ধে আনিত অভিযোগ সংক্রান্ত সব কাগজপত্র প্রতিবেদকের হাতে জমা রয়েছে।
অন্যদিকে উখিয়ার এসিল্যান্ড যারীন তাসনিম তাসিন টাকার বিনিময়ে পক্ষপাতমূলক রায় দেয়াসহ তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সত্য নয় জানিয়ে সংক্ষুব্ধ ব্যক্তিরা খারিজ হওয়া আবেদনটির অধিকতর তদন্ত রিপোর্ট চেয়ে জেলা প্রশাসক বরাবরে আপিল আবেদন করতে পারেন বলে জানান।
নোট : পরবর্তী প্রতিবেদনে বিস্তারিত প্রকাশ করা হবে।