উখিয়ায় বিজিবির অভিযানে ৯২৫ ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

বিজ্ঞপ্তি কক্সবাজার, ১০ সেপ্টেম্বর ২০২৫: কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে অভিনব কায়দায় লুকানো ৯২৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই মাদক কারবারীকে গ্রেফতার করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। গ্রেফতারকৃতরা হলেন— টেকনাফের মিঠা পানিছড়া গ্রামের মৃত সৈয়দ আলী আহমেদের ছেলে আব্দুর রহমান (৭৫) এবং হাতিয়াঘোনা, লঙ্গুরবিল গ্রামের মোজাহের মিয়ার ছেলে আব্দুল মান্নান (২৫)। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি গণমাধ্যমকে জানান, বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার ইমামের ডেইল বিজিবি চেকপোস্টে পৌঁছালে গাড়িটি থামানো হয়। এ সময় গাড়িতে যাত্রীবেশে বসে থাকা আব্দুর রহমান ও আব্দুল মান্নানের তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে তাদের হাতে থাকা একটি ছোট কালো ব্যাগ থেকে ব্যবহৃত একটি পাঞ্জাবীর পকেটে রাখা নীল রঙের বায়ুরোধী ৫টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে গণনা করলে মোট ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। অধিনায়ক আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত মাদক চোরাকারবারের মূল হোতাদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি কর্মকর্তা বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং দেশের অভ্যন্তরে মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি দীর্ঘদিন ধরেই মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে। এ ধরনের অভিযান স্থানীয় জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখছে।