উখিয়ায় প্রবাসীর জমি দখলের অভিযোগে বিএনপি নেতা সহ ৮ কারাগারে

বার্তা পরিবেশক উখিয়ায় নিরিহ এক ব্যাক্তির ভোগ দখলীয় জমি জবরদখল মামলায় ওয়ার্ড বিএনপির নেতা সহ ৮ জনকে জেল হাজতে প্রেরন করেছে আদালত। জানা যায়, উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের কামারিয়ারবিল এলাকার নজির আহমদের পুত্র আমির হোছাইন তার বাড়ি কোটবাজার ষ্টেশন থেকে কিছুটা দুরে হওয়ার কারনে বিগত ২০০১ সনে একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের টেকপাড়ায় তার সত্ব দখলীয় অপর জমিতে বাড়ী নির্মাণ করে স্ব পরিবারে বসবাস করে আসছিল। এদিকে সম্প্রতিক সময়ে এলাকায় জমির দাম বৃদ্ধি পাওয়ায় আমির হোছাইনের সত্ব দখলীকৃত জমি উখিয়ার রত্নাপালং মৌজার বি.এস খতিয়ান নং-১৪৬, বি.এস দাগ নং-৭১৩৮ এর আন্দরে গত ০৬/০২/২০০২ইং তারিখে রেজিষ্ট্রি দলিল নং-২৫৭, গত ১০/০৬/১৯৯১ইং তারিখে রেজিস্ট্রি দলিল নং-৭১৫, গত ১০/০৬/১৯৯১ইং তারিখে রেজিস্ট্রি দলিল নং-৭১৬, গত ২৯/০৭/২০০৩ ইং তারিখে রেজিস্ট্রি দলিল নং-১১৪৭, মূলে আমির হোছাইনের নামে এবং তার পুত্র শাহাদাৎ হোছন এর নামে গত ২৩/০৩/২০০২ইং তারিখে রেজিস্ট্রি দলিল নং-৪৭৪ মূলে সর্বমোট ১.০০ একর জমি খরিদ সূত্রে সত্ববান ও আমল দখল প্রাপ্ত হয়ে সুদীর্ঘকাল যাবৎ শান্তিপূর্ণ, অবারিতভাবে নিরবিচচ্ছন্ন আমল দখলে থাকিয়া চাষাবাদ করে আসা জমিতে লোলুপ দৃষ্টি পড়ে একই এলাকার রশিদ আহমদের পুত্র রত্নাপালং ৭ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলম সহ একটি জমি জবরদখলকারী গংএর। উক্ত গং গত ০৮/০২/২০২৫ইং তারিখ রাত অনুমান ১১টা থেকে ভোর পর্যন্ত অর্থাৎ গত ০৯/০১/২০২৫ইং তারিখ ভোর পর্যন্ত কয়েকটি ডাম্পার গাড়ীযোগে অজ্ঞাত স্থান হতে মাটি এনে ভরাট করে জমি জবরদখল নেয়। এই জবরদখলকে কেন্দ্র করে নিরিহ প্রবাসী আমির হোছাইন বাদী হয়ে গত ১৫/১/২০২৫ ইং তারিখ কক্সবাজার আদালতে আসামিদের মধ্যে আলি আকবরের পুত্র নাজিম উদ্দিন (৪০) হাজী নজির আহমদের পুত্র আবুল কাশেম (৩৫) ইউছুপ আলীর পুত্র রফিক আলম (৩২), আমির আলীর পুত্র আলী আকবর (৬০), রশিদ আহমদের পুত্র বাপ্পী (২৫), রশিদ আহমদের পুত্র জাফর আলম (৩৫), আলি আহমদের পুত্র ইব্রাহীম (৩২), আজিজুর রহমানের পুত্র মোহাম্মদ ফারুক (৩৫), ফকির আহমদের পুত্র রশিদ আহমদ (৫০), নুরুল আলমের পুত্র আবুল কালাম (৩৪), যেন আলীর পুত্র আবুল কাশেম (৪৫), রশিদ আহমদের পুত্র শামশুল আলম (৩৮), সর্বসাং-কামারিয়ার বিল, ৬নং ওয়ার্ড, রত্নাপালং ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। যার সি আর মামলা নং-৩৮/২০২৫ (উখিয়া), তাং-১৫/০১/২০২৫ইং, ধারা- ২০২৩ সনের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এর ৪(১৩)/৭/১৬/২০ ও বিজ্ঞ আদালতের স্মারক নং-২৮৫/২৫, তারিখ- ১৯/০২/২০২৫ ইং। এদিকে গত ১০ সেপ্টেম্বর বুধবার আসামীরা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে বিএনপি নেতা জাফর আলম, আবুল কাশেম, রফিক আলম,আলী আকবর, বাপ্পি, মোঃ ফারুক, রশিদ আহমদ ও আবুল কালামকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। মামলার বাদী আমির হোছাইন বলেন জাফর আলম গং দির্ঘদিন যাবত আমার ভোগ দখলীয় জমি জবরদখলের পাঁয়তারা করে আসছিল তারই ধারাবাহিকতায় তারা আমার জমিটি জবরদখলে মাটি ভরাট করেছিল। আমি তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করেছি এবং আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে। আমি মাননীয় আদালতে প্রতি অর্তান্ত শ্রদ্বাশীল এবং আজ আমি সঠিক বিচার পেয়েছি।