কক্সবাজার সফরে আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া
Monday, December 01, 2025
নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) কক্সবাজার সফরে আসছেন। সফরকালে তিনি জেলার গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধনসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন।
এদিন সকাল ১০টায়, হিলটপ সার্কিট হাউজে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত ১৩টি এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) বাস্তবায়িত ২টিসহ মোট ১৫টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন সম্পন্ন করা হবে তাঁর উপস্থিতিতে।



