এলপিজির নতুন দাম কার্যকর ১হাজার ২৭০টাকা
Tuesday, September 02, 2025
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সামান্য কমানো হয়েছে। ১২ কেজির সিলিন্ডারের মূল্য ৩ টাকা হ্রাস পেয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭০ টাকা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ নতুন দর ঘোষণা করে।
জানানো হয়, আজ সন্ধ্যা থেকেই এ দাম কার্যকর হবে।
একই সঙ্গে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ১৩ পয়সা কমে দাঁড়িয়েছে ৫৮ টাকা ১৫ পয়সা।
এর আগে আগস্ট মাসে এলপিজির দাম বড় পরিমাণে কমানো হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে নির্ধারণ হয়েছিল ৫৮ টাকা ২৮ পয়সা।



