উখিয়ায় আগামীকাল ৭ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সব এলাকায়

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় আগামীকাল বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নিদানিয়া অভিযোগ কেন্দ্র সূত্রে জানা গেছে, ইমামের ডেইল থেকে মনখালী চাকমাপাড়া পর্যন্ত ১১ কেভিএ লাইনের আশেপাশের বর্ধিত গাছের ডালপালা কর্তনের কাজ চলার কারণে এ বিদ্যুৎ বিভ্রাট হবে। এ প্রসঙ্গে ডিজিএম কায়জার নুরে আলম বলেন, গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে এ কাজ করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তিনি আরও জানান, কাজ শেষে বিকেলে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ চালু হবে।