সৌদি আরবের বিখ্যাত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পেয়েছেন বাংলাদেশি তিন আলেম
Saturday, September 13, 2025
কক্সটিভি নিউজ ডেস্ক
এবার সৌদি আরবের বিখ্যাত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পেয়েছেন বাংলাদেশি তিন আলেম। গত এক সপ্তাহের ব্যবধানে বিশ্ববিদ্যালয়টিতে পর্যায়ক্রমে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ পান তারা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সর্বশেষ নিয়োগ পাওয়া মাওলানা শরীফ আহমাদ আল মাদানি।
তিনি বলেন, সপ্তাহের ব্যবধানে আমরা তিনজন বাংলাদেশি আলেম বিশ্ববিদ্যালয়টিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি। অন্য দুজন হলেন মাওলানা এরশাদুর রহমান ও মাওলানা মোশাহিদ দেওয়ান।
মাওলানা শরীফ বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ হাদিস বিভাগে শিক্ষকতা করবেন। রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে পাঠদান শুরু করবেন তিনি। আর এরশাদুর রহমান ও মোশাহিদ দেওয়ান ইতোমধ্যে পাঠদান শুরু করেছেন। এরশাদুর আরবি ভাষা শিক্ষা ইনস্টিটিউটে (মাহাদু তালিমিল লুগাহ আল আরাবিয়াহ) এবং মোশাহিদ শরিয়াহ বিভাগে শিক্ষক হিসেবে পাঠদান করছেন।



