শীর্ষ মাদক সম্রাট জাহাঙ্গীর আলমসহ ৩ জন গ্রেফতার
Saturday, September 27, 2025
শীর্ষ মাদক সম্রাট জাহাঙ্গীর আলমসহ ৩ জন গ্রেফতার
আবুল কাশেম, রামু
কক্সবাজারের টেকনাফে এক চাঞ্চল্যকর অভিযানে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ মোট ১২টি মামলার পলাতক আসামি এবং এলাকার শীর্ষ মাদক সম্রাট জাহাঙ্গীর আলম (৩৫)-কে গ্রেফতার করেছে র্যাব-১৫। গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ) রাতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারের সময় জাহাঙ্গীর আলমের অর্ধশতাধিক সহযোগী হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় তার আরও দুই সহযোগীকে আটক করেছে র্যাব।
র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ)-এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেদা পূর্ব পাড়া এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে গ্রেফতারের সঙ্গে সঙ্গেই বাধে বিপত্তি। গ্রেফতারকৃত জাহাঙ্গীরের চিৎকারে তার ৫০ থেকে ৬০ জন সংঘবদ্ধ সহযোগী ঘটনাস্থলে জড়ো হয়। তারা লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার জোর চেষ্টা করে।
র্যাব সূত্রে জানা যায়, দুষ্কৃতিকারীদের এই হামলায় র্যাবের কয়েকজন সদস্য আহত হন। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে র্যাব সদস্যরা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলার পর ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের দুই সহযোগী মোঃ ছালাম (১৮) ও মোঃ আনোয়ার হোসাইন (২৭)-কে আটক করা হয়। আটককৃতদের দখল ও হেফাজত হতে হামলা করার কাজে ব্যবহৃত দুটি লাঠি ও সাতটি ইটের টুকরা জব্দ করা হয়েছে।
আটককৃতদের পরিচয়:
১. জাহাঙ্গীর আলম (৩৫): পিতা- মৃত লাল মিয়া, লেদা পূর্ব পাড়া, হ্নীলা ইউপি, টেকনাফ।
২. মোঃ ছালাম (১৮) (রোহিঙ্গা): লেদা পুরাতন শরনার্থী ক্যাম্প।
৩. মোঃ আনোয়ার হোসাইন (২৭): দক্ষিণ ঝাপুয়া, কালামারছড়া (বর্তমানে লেদা)।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমের অপরাধের মাত্রা গুরুতর। তার বিরুদ্ধে কেবল মাদক কারবার নয়, বিজিবি টহল টিমের উপর হামলা, খুন, ডাকাতি, অস্ত্র ও অন্যান্য অপরাধ সংশ্লিষ্ট মোট ১২টি মামলা বিচারাধীন রয়েছে বলে র্যাব নিশ্চিত করেছে।
র্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে দুর্ধর্ষ আসামিকে ছিনতাইয়ের এই প্রচেষ্টা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।



