নিখোঁজ আহনাফ এখনও উদ্ধার হয়নি

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে মোহাম্মদ আহনাফ (১৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তার সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। জানা গেছে, নিখোঁজ আহনাফ ক্রিকেট তারকা মুশফিকুর রহিমের নিকট আত্মীয়। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে সৈকতে নামেন আহনাফ। এ সময় আরও দুইজন পর্যটক নিখোঁজ হন। তবে উদ্ধারকর্মীদের তৎপরতায় দুজনকে উদ্ধার করা গেলেও আহনাফের কোনো সন্ধান মেলেনি। আহনাফ নিখোঁজের এ ঘটনায় মুশফিকুর রহিম গণমাধ্যমকে বলেন, আমরা অনেক চেষ্টা করেছি, ডিসি-প্রশাসনসহ স্থানীয়রা সর্বাত্মক সহযোগিতা করেছেন। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, দুপুরে তিনজন নিখোঁজ হন। আমাদের রেসকিউ টিম ও উদ্ধারকারী বোটের সহযোগিতায় দুজনকে উদ্ধার করা হয়েছে। আহনাফের সন্ধানে আমরা তৎপরতা চালাচ্ছি। কক্সবাজার জেলা প্রসাশনের পর্যটন সেলের দায়িত্বে থাকা সহকারী কমিশনার মো. আজিম খান দেশ টিভিকে জানায়, বগুড়া থেকে এবারের এসএসসি পরীক্ষা শেষ করে স্বপরিবারে তারা ঘুরতে এসে আহনাফ নিখোঁজ হয়। তাকে উদ্ধারে জেলা প্রসাশন যৌথভাবে কাজ করছে।