উখিয়ায় ৮৯ হাজার ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক
Sunday, September 07, 2025
কক্সটিভি নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়ায় মাদক কারবারি সাদ্দাম, মহিউদ্দিন ও হেলাল উদ্দিনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড কুতুপালং গ্রামে এ অভিযান চালানো হয়। র্যাব-১৫ জানায়, মাদক ব্যবসায়ীরা অভিনব কৌশলে মজুদ রেখে ইয়াবা পাচার করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামা হয়।
অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও মাহমুদা খাতুন (৫৯) ও সাজেদা বেগম সাজু (১৯) নামের দুই নারীকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে সাদ্দাম, মহিউদ্দিন ও হেলাল উদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ লাখ ৭১ হাজার ৮৩০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটকরা দীর্ঘদিন ধরে সহযোগিতার মাধ্যমে টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা এনে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



