খুনের ৮ দিন পর ঘাতক লাবলু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলার প্রধান আসামী শাহনেওয়াজ লাবলু (৫০)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে চন্দনাইশের দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মাঈনুদ্দিন ও সঙ্গীয় ফোর্স। পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টার দিকে লোহাগাড়ার আধুনগর ঘাটিয়ার পাড়া এলাকায় চলাচলের রাস্তার সীমানা বিরোধকে কেন্দ্র করে শাহ আলমকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে লাবলু। ওই ঘটনার পর থেকে সে পলাতক ছিল। অবশেষে ঘটনার আট দিন পর পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ে। স্থানীয়রা জানান, নিহত শাহ আলম ছিলেন এলাকার একজন ব্যবসায়ী ও ধার্মিক ব্যক্তি। তার হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। ওসি মো. আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আলমকে হত্যা মামলান প্রধান আসামী লাবলুকে গ্রেপ্তার করা হয়। একইদিন সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।