আজ স্ত্রীর প্রশংসা করার দিন
Sunday, September 21, 2025
অনলানই ডেস্ক
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর—কবি নজরুলের কবিতার এ অংশটি নর-নারীর সমতা প্রকাশের জন্য হলেও বর্তমানে সংসার চালানোর সময় সবচাইতে বেশি প্রয়োগযোগ্য। এছাড়াও বহু আগে প্রচলিত ছিল- সংসার সুখের হয় রমনীর গুণে। তারই অংশ হিসেবে আজ স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন, করতে পারেন তার একটু প্রশংসা। কারণ আজ স্ত্রী প্রশংসা দিবস।
যদিও প্রতিদিনই স্ত্রীর প্রশংসা দিবস হওয়া উচিত, তবে ক্যালেন্ডারে একটি নির্দিষ্ট তারিখ স্ত্রীর জন্য বিশেষ কিছু করার দিন হতে পারে। এমন ধারণা থেকেই হয়তো প্রতি বছর বিশ্বজুড়ে সেপ্টেম্বর মাসের তৃতীয় রবিবার ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’ পালিত হয়।
২০০৬ সালে প্রথম যুক্তরাষ্ট্রে দিবসটি উদযাপিত হয়। তারপর থেকে এটি অনেক দেশে পালিত হয়ে আসছে। তবে, দিবসটি নিয়ে খুব বেশি তথ্য জানা না গেলেও স্ত্রীর প্রশংসা দিবসটি মূলত স্ত্রীদের সম্মান জানানোর জন্যই উদযাপন করা হয়।
অনেক পুরুষ আছেন, যারা নানা কাজেই স্ত্রীর প্রশংসা করেন। এতে একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা বাড়ে। ভালো থাকে দুজনের মধ্যকার সম্পর্ক।
আবার অনেকেই আছেন যারা মনে মনে কৃতজ্ঞ থাকলেও মুখে ফুটে বলতে পারেন না। তারা কিন্তু বিশেষ এই দিবসটি বেছে নিতে পারেন। প্রশংসাসূচক বাক্য বলার মাধ্যমে সহজেই বোঝাতে পারবেন স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা ও কৃতজ্ঞতা।
দিবসটি উদযাপনের সবচেয়ে ভালো উপায় হলো- স্ত্রীকে কোনো উপহার দেওয়া। সেটি হতে পারে সুন্দর একটি ফুলের তোড়া কিংবা অন্য কিছু। চাইলে এদিন কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতেও পারেন দুজন। কিংবা স্ত্রীর পছন্দের কোনো বই, পোশাক বা গয়না উপহার দিতে পারেন।



