সহকারী অধ্যাপক পদোন্নতি পেলেন ডা. ইফফাত সানিয়া

কক্সটিভি নিউজ ডেস্ক : সহকারী অধ্যাপক পদোন্নতি পেয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের গাইনি কনসালট্যান্ট ডা. ইফফাত সানিয়া। তিনি কক্সবাজার পৌরসভার বাহারছাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তাঁর পিতা কক্সবাজার পৌরসভার সাবেক সচিব মরহুম আবুল ফজল। ৩ ভাই ৪ বোনের মধ্যে ইফফাত সানিয়া ষষ্ঠ। তিনি কক্সবাজার জেলা বারের সিনিয়র আইনজীবী আব্দুল কাইয়ুমের ছোট বোন। তাঁর মেঝ ভাই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (হেড অফিসে কর্মরত) আবদুল নাসের। ডা. ইফফাত সানিয়ার স্বামী ডা. এইচএম কাইসার চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন কনসালট্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন। ২০১০ সালে ২৮ তম বিসিএস এ ১০ম স্থান অধিকার করে সরকারী চাকরিতে যোগদান করেন ইফফাত সানিয়া। পরবর্তীতে গাইনি ও অবস বিষয়ে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। বিগত আট বছরের বেশি সময় ধরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার জেলা সদর হাসপাতালের গাইনি কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে এফসিপিএস ইনফার্টিলিটি কোর্সে রয়েছেন ইফফাত সানিয়া।