চ্যানেল আইয়ের সাংবাদিক মানিকের মায়ের ইন্তেকাল; কক্সটিভি পরিবারের শোক
Friday, October 24, 2025
সংবাদ বিজ্ঞপ্তি :
চ্যানেল আই, দৈনিক আমাদের সময় ও বাংলাদেশ পোস্ট-এর কক্সবাজারের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিকের মা রাউজাতুন্নাহার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
রাউজাতুন্নাহার ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম ফরিদুল আলমের সহধর্মিণী।
জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গত দেড় মাসে দুইবার স্ট্রোক করার পর সর্বশেষ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়, সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
মরহুমা দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুর ২টায় মহেশখালীর কালারমারছড়া এলাকার চিকনিপাড়া জামে মসজিদের মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিক সমাজ, শিক্ষক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জানান।
এদিকে সিনিয়র সাংবাদিক সরওয়ার আজম মানিকের মায়ের মৃত্যুতে কক্সটিভি পরিবারও গভীর শোক প্রকাশ করেছে।
কক্সটিভির পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক আহসান সুমন এই শোক বার্তা জানান।



