রামুর ঈদগড়ে ইয়াবাসহ পল্লী চিকিৎসক আটক

হামিদুল হক,ঈদগড় প্রতিনিধি: রামু উপজেলার ঈদগড় বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক পল্লী চিকিৎসককে আটক করেছে পুলিশ। আটককৃত চিকিৎসকের নাম সাহাব উদ্দিন। তিনি দীর্ঘদিন ধরে শশুর বাড়ি এলাকা টুটারবিলে নিজস্ব বিলাসবহুল বাড়ি করে বসবাস করেন এবং এলাকায় পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত। রামু থানার এসআই খোরশেদ আলম ও এএসআই শামসুদ্দিনের নেতৃত্বে ঈদগড় পুলিশ ক্যাম্পের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ৩ অক্টোবর দুপুর ১২টার দিকে শুক্রবার অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে আটক করা হয়। এ সময় তার চেম্বারে( হক মেডিকো) ক্যাশ বক্স ও বিভিন্ন স্হানে তল্লাশি চালিয়ে ২৭৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ঈদগড় পুলিশ ইনচার্জ এসআই খোরশেদ আলম জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত চিকিৎসক ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।