১৮ বছর পর রামু কলেজ ছাত্রদলের নবীন বরণ

রামু সরকারি কলেজ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীণ শিক্ষার্থীদের নানা আয়োজনে বরণ করেছে রামু কলেজ ছাত্রদল। সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রামু কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় নবীন বরণ। জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎসজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হক, রামু প্রেস ক্লাব সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আহমদ সৈয়দ ফরমান। রামু কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ কায়েসের সভাপতিত্বে ও ছাত্রনেতা আব্দুল বাসেত মীর্জার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন, সিনিয়র সহ সভাপতি সাইফুর রহমান নয়ন, যুগ্ন সম্পাদক মিজানুল আলম, ছাত্রদল নেতা মোর্শেদ আলম, জুলাই যোদ্ধা মঈনুল হাসান জিহান,নবাগত ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ শিহাব, আবছারসহ অন্যান্যরা। প্রায় ১৮ বছর পর ছাত্রদলের জমকালো আয়োজনে নবীন বরণের এই অনুষ্ঠান ছিলো বেশ উপভোগ্য। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর পূর্বে ২৪ শের গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। পরে নবীন বরণ আনন্দ উৎসব তারুণ্যের উদযাপন-সবার আগে বাংলাদেশ কনসার্টে সংগীত পরিবেশন করেন ব্যান্ড শিল্পীরা।