বিসিএস শিক্ষা ক্যাডারে ৩য় রামুর মেয়ে তাসনিম জেসি
Thursday, November 13, 2025
রামু প্রতিনিধি:
৪৯তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে ৩য় হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মালা পাড়া এলাকার মেয়ে তাসনিম জেসি। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।
তাসনিম জেসি এক মেধাবী ও শিক্ষানুরাগী পরিবার থেকে এসেছেন। তাঁর বড় বোন মোকাররমা আফরিন ৪৩তম বিসিএস হতে গাজীপুর কালিয়াকৈর সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। বড় ভাই শহীদ উল্লাহ ভূমি উপসহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। অপর ভাই মহিদ উল্লাহ চট্টগ্রামের ফটিকছড়ি ইছাপুর বিএমসি ডিগ্রী কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। এছাড়া আরেক বোন রুবি আক্তার রামুর চেইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
তাঁদের পিতা মৌলভী মোহাম্মদ হোছাইন নাইক্ষংছড়ি বানিয়াঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং মাতা নুর নাহার বেগম একজন শিক্ষানুরাগী গৃহিণী।
সুশাসনের জন্য নাগরিক-সুজন রামু শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আলম বলেন- একই পরিবারের একাধিক সদস্যের সরকারি শিক্ষা ও প্রশাসনিক পদে নিয়োগ পাওয়া নিঃসন্দেহে এলাকার জন্য গৌরবের বিষয়। এ অর্জনের জন্য পরিবারটিকে তিনি অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে দেশের শিক্ষা উন্নয়নে তাদের অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।



