জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), উখিয়া উপজেলার গণ আলাপ ও পথসভা জনসভায় পরিণত
Tuesday, November 18, 2025
*প্রেস বিজ্ঞপ্তি*
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), উখিয়া উপজেলার 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোট' শীর্ষক গণ আলাপ ও পথসভা আজ বিকাল ৩ টা থেকে জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া স্টেশনে শুরু হয়। এনসিপির জেলা সংগঠক সাঈদ স্বাধীন ও শামীম ফরহাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত গণ আলাপ ও পথসভায় শুরুতেই কুরআন তেলওয়াত (আবদুল মোমেন) ও জাতীয় সংগীত পরিবেশিত হয়৷ এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আসিফ বাপ্পি। প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন বলেন, উখিয়া-টেকনাফ ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। সমুদ্র অর্থনীতি ও পর্যটন অর্থনীতির অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে এনসিপি এমনভাবে কাজ করতে চায় যেন এখানকার তরুণরা আগামী দিনে চাকরির পিছনে না ছুটে স্বনির্ভর ও আত্মপ্রত্যয়ী উদ্যোক্তা হয়ে উঠতে পারে৷ এনসিপি নাফনদে সীমান্ত হত্যা ও রোহিঙ্গা সমস্যা নিরসন পূর্বক এ জনপদের জেলে সম্প্রদায়, পানচাষী ও লবণচাষীদের ন্যায্য হিস্যা আদায়ে কাজ করবে। বিশেষ অতিথির বক্তব্যে এনসিপি কক্সবাজারের সংগঠক কক্সবাজার সিটি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক বলেন, এনসিপি চায় কর্তৃত্ববাদী ও সামন্তবাদী সমাজ কাঠামোর বিলোপ সাধন করে রাজনীতিকে গণমানুষের হাতে সমর্পণ করতে, যেখানে প্রান্তিক মানুষ বিশেষ করে কৃষক-শ্রমিক-মজুরও যেন সমাজ কাঠামোর কেন্দ্রে উঠে আসতে পারে। প্রধান বক্তার বক্তব্যে এনসিপি থেকে কক্সবাজার-৪ এর সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ হোছাইন বলেন, আগামী নির্বাচনে যদি শাপলাকলি এ জনপদের মানুষের ম্যান্ডেটপ্রাপ্ত তাহলে এখানে শিক্ষা ও জনস্বাস্থ্য সেবার যুগোপযোগী আধুনিকায়ন করবে৷ তিনি উখিয়া-টেকনাফে একটি সীমান্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন। এতে আরো বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তির জেলা সংগঠক আতহার সাকিফ, জিনিয়া শারমিন রিয়া, এনসিপি টেকনাফের প্রধান সমন্বয়কারী সায়েম সিকদার, উখিয়ার সংগঠক আকতার হোছাইন, ছাত্রশক্তি উখিয়ার সংগঠক আমিনুর রশিদ রিয়ান, মোহাম্মদ সোহেল প্রমুখ। বিকাল ৩ টা থেকে শুরু হয়ে এ গণ আলাপ ও পথসভা সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে, জুলাই সনদের ভিত্তিতে আগামীদিনের রাষ্ট্রকাঠামো বিনির্মানে গণভোটে জনগণকে 'হ্যাঁ' ভোটের পক্ষে রায় দিতে আহবান জানান বক্তারা।



