নকল পন্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান ১৬ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার কক্সটিভি রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক বাজার গুলো নকল ও ভেজাল সয়লাব হয়ে গেছে। ইলেকট্রনিক, প্রসাধনী খাদ্য সামগ্রী থেকে শুরু করে বলতে সকল প্রকার নকল ও ভেজাল পন্যে ভরে গেছে এসব হাটবাজার। অভিযোগ পেয়ে কঠোর ভাবে দমনে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসময় জরিমানা সহ সতর্ক করেছে তারা। গত ২০ নভেম্বর বৃহস্পতিবার কুতুপালং বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব হাসান আল মারুফ এর নেতৃত্বে বাজার তদারকি বিশেষ অভিযান পরিচালিত হয়। নকল পণ্য বিক্রি অপরাধে ভাই ভাই ইলেকট্রনিকস কে ১০০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া খান সুপার সপে মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার কারনে ৬০০০/- জরিমানা করা হয়। অভিযান উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ নুরুল আলম সার্বিক সহযোগীতায় ছিলেন উখিয়া থানা পুলিশের বিশেষ টিম।