থাইংখালী জামতলিতে আরএস স্পোর্টস অ্যারিনার শুভ উদ্বোধন

মোঃ জাহেদ আলম (সাগর) উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী জামতলিতে অনুষ্ঠিত হলো “আরএস স্পোর্টস অ্যারিনা” এর বর্ণাঢ্য শুভ উদ্বোধন। স্থানীয় তরুণদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো এই আধুনিক ক্রীড়া অঙ্গনটি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর সি.যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ শাহরিয়ার। তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু বিনোদন নয়—এটি সমাজ গঠনের শক্তিশালী হাতিয়ার। ‘আরএস স্পোর্টস অ্যারিনা’ তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে। তিনি আরও বলেন, এই উদ্যোগই প্রমাণ করে, একদল তরুণ চাইলেই সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব। আমরা চাই, প্রতিটি গ্রামে এভাবেই গড়ে উঠুক খেলাধুলার কেন্দ্র। স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ তরুণ-যুবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়, যেখানে এলাকার ক্রীড়াবিদ ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।