এনসিপি ছাড়লেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি থেকে পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে এনসিপির একটি সূত্র। এনসিপি থেকে বেরিয়ে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেন জারা। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তাসনিম জারা লেখেন, বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করব।