সারা দেশের ন্যায় উখিয়ায় উপজেলা স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি ও মানববন্ধন

কক্সটিভি প্রতিবেদক:: দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় কক্সবাজারের উখিয়া উপজেলায় উপজেলা স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। কর্মসূচির অংশ হিসেবে নির্ধারিত সময়ে তারা নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকলেও নিয়মিত সেবা কার্যক্রম বন্ধ রেখে শান্তিপূর্ণভাবে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে স্বাস্থ্য সহকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা পেশাগত বৈষম্য, পদোন্নতি জটিলতা ও ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। দ্রুত সময়ের মধ্যে তাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। কর্মবিরতির কারণে টিকাদানসহ প্রাথমিক স্বাস্থ্যসেবার কিছু কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হলেও জরুরি সেবা চালু ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ সময় উখিয়া উপজেলা স্বাস্থ্য সহকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।