রামু থানা পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

তানিম হোসেন ইমন, রামু:: কক্সবাজারের রামু থানা পুলিশের অভিযানে ৯ (নয়) কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ২৭ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে রামু থানার এসআই (নিঃ) জয়নাল আবদীন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানটি রামু থানাধীন ফতেখাঁরকুল ইউনিয়নের রামু বাইপাস ফুটবল চত্বর সংলগ্ন নাহার ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম–কক্সবাজারগামী পাকা সড়কে পরিচালিত হয়। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী পূরবী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস (নং–চট্ট মেট্রো-ব-১৪-১২১৩) তল্লাশি করা হয়। তল্লাশীকালে বাসের যাত্রী সিট নম্বর ডি–৩ ও ডি–৪–এ বসা দুইজন যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন— 1️⃣ মো. আব্দুল্লাহ (৫০), পিতা—মৃত আব্দুল মবিন, মাতা—সালমা খাতুন, সাং—ননিয়ারছড়া, ছলিমের বাড়ি, ২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা—কক্সবাজার সদর। 2️⃣ নুর হালিমা (১৯), পিতা—মো. ইছমাইল, মাতা—রহিমা খাতুন, সাং—রঙ্গীখালী, ইছমাইলের বাড়ি, ৭নং ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন, থানা—টেকনাফ। পুলিশ জানায়, ১নং আসামি মো. আব্দুল্লাহর হাতে থাকা কালচে ধূসর রঙের একটি ভ্রমণ ব্যাগ থেকে বায়ুরোধক পলি ও কসটেপে মোড়ানো দুটি পোটলায় ৬ কেজি গাঁজা (৪ কেজি ও ২ কেজি) উদ্ধার করা হয়। অপরদিকে ২নং আসামি নুর হালিমার হাতে থাকা হালকা গোলাপি রঙের একটি লেডিস ব্যাগ থেকে বায়ুরোধক পলিতে মোড়ানো ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এভাবে সর্বমোট ৯ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ২৭ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত ২টা ৩৫ মিনিটে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।