ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচারের অভিযোগ, নুরুল হাকিমের প্রতিবাদ

কক্সটিভি প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের তুতুরবিল এলাকার বাসিন্দা নুরুল হাকিম তার নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন। অভিযোগকারী নুরুল হাকিম জানান, “হাকিম ভাইয়ের সমর্থন” নামের একটি ফেসবুক আইডি তার সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নয়। ওই ভুয়া আইডি থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট প্রচার করা হচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, তার সামাজিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি কুচক্রী মহল এই ভুয়া আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি নিয়ে তিনি চরম উদ্বেগ প্রকাশ করে সবাইকে ওই আইডির কোনো পোস্টে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। নুরুল হাকিম বলেন, বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে এবং প্রয়োজন হলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি প্রশাসন ও সাইবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ভুয়া আইডির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এদিকে স্থানীয়ভাবে এ ঘটনাকে কেন্দ্র করে আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।