লোহাগাড়ায় সেনাবাহিনী–প্রশাসন–পুলিশের যৌথ অভিযানে ৪৫ অবৈধ রোহিঙ্গা আটক, ভুয়া এনআইডি উদ্ধার

কক্সটিভি প্রতিবেদক:: লোহাগাড়া উপজেলায় সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ বিশেষ অভিযানে ৪৫ জন অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাকে আটক করা হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য ব্যবহৃত ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও সংশ্লিষ্ট কাগজপত্র উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩০ জানুয়ারি) লোহাগাড়া উপজেলার ঠাকুরদীঘি ও উজিরভিটা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লোহাগাড়া আর্মি ক্যাম্প ও পুটিবিলা আর্মি ক্যাম্পের সদস্যদের সঙ্গে উপজেলা প্রশাসন ও পুলিশ অংশ নেয়। অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর উপস্থিতিতে প্রথম পর্যায়ে ৩৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২২ জন পুরুষ, ৮ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। পরবর্তীতে পৃথক আরেকটি অভিযানে আরও ৬ জন পুরুষ রোহিঙ্গাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের ভুয়া জাতীয় পরিচয়পত্র সরবরাহের অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার বাসা থেকে একাধিক সিমকার্ড, জাতীয় পরিচয়পত্র (NID), এনআইডির ফটোকপি এবং এফসিএন (FCN) কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়। লোহাগাড়া থানার মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।