সম্পদ-শিক্ষায় কে এগিয়ে, বিএনপি না জামায়াত
Sunday, January 04, 2026
ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার ১১ আসনে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা দিয়েছেন ১০৭ প্রার্থী। এর মধ্যে তথ্য যাচাই-বাছাইয়ে টিকে গেছেন ৭৬ জন আর ৩১ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মু. রেজা হাসান। মূলত আসন্ন ভোটযুদ্ধে লড়াই হবে বিএনপি ও জামায়াতের নমিনিদের মধ্যে। তাদের মধ্যে ধানের শীষের কান্ডারিরা সম্পদে এবং দাঁড়িপাল্লার প্রার্থীরা শিক্ষায় এগিয়ে আছেন। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের স্থাবর-অস্থাবর সম্পদ ২০ কোটি ১৫ লাখ টাকার। শিক্ষাগত যোগ্যতা হিসেবে পিএইচডি ডিগ্রি দেখিয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের মনিরুজ্জামান বাহালুলের সম্পদের পরিমাণ ৪২ লাখ টাকার। শিক্ষাগত যোগ্যতা এমএসএস।
কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির প্রার্থী দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সম্পদের পরিমাণ সাত কোটি ৯০ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। অন্যদিকে জামায়াতের প্রার্থী মোহাম্মদ নাজিম উদ্দীনের সম্পদের পরিমাণ এক কোটি ২৮ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা এমএ পাস।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির প্রার্থী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের এক কোটি ৬৬ লাখ টাকার সম্পদের রয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেলের সম্পদ ছয় কোটি ৩৫ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা বিকম পাস । তিনি বিএনপি প্রার্থীর চেয়ে সম্পদেও এগিয়ে আছেন।



