কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সরিয়ে নিতে বিআইডব্লিউটিএ'র দেয়া নোটিশ বেবিচকের প্রত্যাখ্যান; সরকারের অনুমতি পেলেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

আহসান সুমন, কক্সবাজার : সমুদ্রের জলছুয়ে নির্মিত কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সরিয়ে নিতে বিআইডব্লিউটিএ'র দেয়া নোটিশ প্রত্যাখ্যান করেছে বেবিচক। একইসাথে সরকারের অনুমতি পেলে যেকোন সময় আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদস্য এয়ার কমোডর নুর-ই আলম। বৃহস্পতিবার সকালে কক্সবাজার বিমানবন্দরের ডিপার্চার আয়োজিত এক গণশুনানিতে তিনি এ কথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বিআইডব্লিউটিএ যে সুপারিশ করেছে, তা কখনো বাস্তবায়ন সম্ভব নয়৷ কারণ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই হাজার কোটি টাকা ব্যয়ে কক্সবাজার বিমানবন্দরের এই রানওয়ে তৈরি করা হয়েছে। তাছাড়া এটির কারণে নৌ চলাচলের কোন সমস্যা হচ্ছে না বলেও দাবি করেন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা এই সদস্য। কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মোর্তজা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানীতে মূলত: বিমানবন্দর ব্যবহারকারীদের নিকট থেকে সরাসরি মতামত, পরামর্শ ও অভিযোগ গ্রহণের মাধ্যমে যাত্রীসেবার মান উন্নয়ন নিশ্চিত করা। একই সঙ্গে সেবাদানকারী সংস্থাসমূহের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় জোরদার করার লক্ষ্যেই এই গণশুনানি আয়োজন করা হয়েছে। গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন সরকারের অতিরিক্ত সচিব এবং বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান। এছাড়া বেবিচক এর সদস্য (এটিএম) এয়ার কমডোর মোঃ নূর-ই-আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ নুরুল হুদা, বেবিচক এর পরিচালক সানিউল ফেরদৌস বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এসময় বিমানবন্দর ব্যবহারকারীদের সেবার মানোন্নয়নের উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন গণশুনানিতে অংশগ্রহণকারীরা।