মামলা দিয়ে অনুসন্ধানি সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না-মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা
Sunday, January 25, 2026
প্রেস বিজ্ঞপ্তি::
সত্য ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের জেরে দৈনিক সকালের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার এবং সকালের কক্সবাজার পত্রিকার প্রতিবেদক শাহেদ ফেরদৌস হিরুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় কক্সবাজার পৌরসভার সামনে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে সত্য-আর সেই সত্য প্রকাশের অপরাধে মামলা দিয়ে হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকি।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে যুগান্তর-এর কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন বলেন,কলম দমাতে চেষ্টা করবেন না। সেটি যে দলেরই হোক-যারা আশ্রয় দেয়, তাদের দিয়েও কলমকে দমন করা যাবে না। অনুসন্ধানী সাংবাদিকরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে বড় হয়েছে। মামলা-হামলার ভয় দেখিয়ে কলম থামানো যায় না।
তিনি আরও বলেন,যারা আজ মামলা দেওয়ার পরামর্শ দিচ্ছেন, একদিন তাদেরও কঠিন সময় আসবে। সেদিন পাশে থাকবে এই সাংবাদিকরাই। জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করা সাংবাদিকদের কণ্ঠরোধ করা কোনোভাবেই সম্ভব নয়।



