হঠাৎ উধাও এলপিজি, বেশি দামেও মিলছে না

হঠাৎ এলপি গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ভোক্তারা। বেশি দাম দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। কয়েক দিন আগের ১,২৫৩ টাকার এলপিজি শুক্রবার বিক্রি হয়েছে ১,৮০০ থেকে ২,৫০০ টাকায়। এরপরও অনেক এলাকায় মিলছে না এলপিজির সিলিন্ডার। খুচরা ব্যবসায়ীরা বলছেন, ডিলারদের কাছ থেকেই সরবরাহ নেই, তাই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় লাইনের গ্যাসেও তীব্র সংকট দেখা দিয়েছে। ক্যাব বলছে, বিইআরসির নীরবতায় বাজারে বড় ধরনের কারসাজি চলছে। শুধু রাজধানী নয়, দেশজুড়েই এ পরিস্থিতি বিরাজ করছে।