প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ রেফাত আহমেদ



প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর এবার দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

শনিবার (১০ আগস্ট) রাতে বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে

এর আগে বিচারপতি মো. আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি  করার খবর প্রকাশ্যে আসলেও তাকে প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা।

এর আগে, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি ঘোষণার দাবি জানিয়েছেন তারা।