কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবাসহ মো. হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এ সময় কৌশলে পালিয়ে যায় দুই মাদক কারবারি।
বুধবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত মো. হোসেন টেকনাফের রাজারছড়া এলাকার মোফাজ্জল আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবুল কালাম চৌধুরী।
র্যাব জানায়, অভিযানকালে র্যাবের আমাদের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় মো. হোসেনকে আটক করা হয়। এ সময় তার অপর দুই সহযোগী পালিয়ে যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পলাতক মাদক কারবারিদের নাম-ঠিকানা প্রকাশ করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত এবং পলাতক আসামিদের হেফাজতে থাকা দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা আবুল কালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক এবং পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।