কক্সটিভি ::
দেশের প্রধান বিনোদন কেন্দ্র পর্যটন নগরী কক্সবাজারে তথাকথিত প্যারাসেইলিং দুর্ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
বিশেষ করে পুরনো একটি ভিডিও নেট দুনিয়ায় ঘুরে বেড়াতে দেখে নানা প্রশ্ন তুলছেন অনেকেই। প্রশ্ন আসছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিলকে তাল বানানো হয়েছে কিনা আবার মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সেই ৫০০ টাকায় ডাল-ভাতের পুরনো গল্প তুলে আনার চেষ্টা হচ্ছে কিনা সেইসব বিষয়ে খতিয়ে দেখা জরুরি বলছেন পর্যটন সংশ্লিষ্টরা।
আর যে পর্যটক দম্পতি প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ার কথা বলা হচ্ছে, সেই দম্পতি বিভিন্ন মিডিয়ায় খবরটি দেখে নিজেরাই হতবাক হয়ে গেছেন। দম্পতি উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে জানতে চাইছেন, আবহাওয়া খারাপ দেখে তারা যেখানে আকাশেই উড়েননি সেখানে ভিডিওটি আসলো কোথা থেকে...?
তাছাড়া সেই ভিডিওতে আকাশ থেকে কেউ ছিটকে পড়ার কোন দৃশ্যও দেখা যাচ্ছেনা উল্লেখ করে বলেন, এভাবে তথ্য বিভ্রাট সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রচার হলে পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়বে। যার বিরূপ প্রভাব পড়তে পারে দেশের পর্যটন শিল্পের উপর।
শুধু তাই নয়, একটি ফেক ভিডিও নিয়ে কিভাবে মিডিয়া ট্রায়াল করা হয় সেটি এ ঘটনা না দেখলে বুঝা যেতো না বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ওই পর্যটক।
এই যদি হয় অবস্থা, তাহলে আক্ষেপ দেখা দেয়, এমন ভিত্তিহীন প্রপাগাণ্ডা হতে থাকলে এক সময় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে কক্সবাজারের পর্যটন শিল্প। এমনটাই আশংকা পর্যটন খাতে বিনিয়োগকারীদের। তাই কক্সবাজারে এসে সমুদ্র সৈকতে হাঁটাচলা করা ছাড়া পর্যটকদের বাড়তি কোন বিনোদন নেই বিধায় সাময়িক বন্ধ রাখা দরিয়া নগর পয়েন্টের প্যারাসেইলিং দ্রুত খুলে দেয়ার দাবী জানিয়েছেন সচেতন মহল।