কক্সবাজারের চকরিয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আরিফুল ইসলাম নামে এক জামায়াত নেতা হত্যার ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নিহতের ভাই আরমান হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।
হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের হাছিমারকাটা সিকদারপাড়া এলাকায়।
গ্রেপ্তারকৃতরা হলেন—প্রধান অভিযুক্ত ও নিহতের চাচাতো ভাই সাজ্জাদ হোসেন সুজন (৩৫), তার মা ফাতেমা বেগম (৫৫), বোন রেশমী আক্তার (২২), ছোট ভাইয়ের স্ত্রী রচনা আক্তার (২৮) ও স্ত্রী জাকিয়া সুলতানা সুমাইয়া (২৫)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান অভিযুক্ত সুজন হত্যাকাণ্ডে ছুরিকাঘাতের কথা স্বীকার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি-জমা নিয়ে বিরোধের জেরে কিছুদিন আগে আরিফুল ইসলাম ও সুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে সুজন তাকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়। এ বিরোধের জের ধরেই মঙ্গলবার সকালে সুজন ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়।
এ সময় আরিফের মামাতো ভাই খায়রুল সিকদার গুরুতর আহত হন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।