নিখোঁজের দুই মাসেও সন্ধান মেলেনি উখিয়ার গৃহবধূ শাহীনার
Thursday, July 10, 2025
২ মাস ধরে নিখোঁজ,, সন্ধান পাওয়া যাচ্ছে না,,
উখিয়ার রত্না পালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খোন্দকার পাড়া গ্রামের নুরুল আমিন প্রকাশ নুর হাসানের স্ত্রী শাহিনা আকতার ২ মাস ধরে নিখোঁজ রয়েছে। গত ১০ মে রামুর মনিরঝিল বাপের বাড়িতে যাওয়ার জন্য বের হওয়ার পর থেকে আর সন্ধান পাওয়া যাচ্ছে না। তার পিতার নাম হচ্ছে মৃত আবদুল ছালাম।ঠিকানা মনিরঝিল, পশ্চিম পাড়া, কাউয়ারখোপ,উপজেলা রামু। সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরও তার খুজ মেলেনি। বিষয়টি থানার পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানিয়েন পরিবারের সদস্যরা,,
কেউ সন্ধান পেয়ে থাকলে ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে,
নুরল হাসান ,স্বামী
01874752753 খোন্দকার পাড়া, রত্না পালং,
আমিনা আকতার, বোন
01862652871,, মনিরঝিল,, রামু