কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারদের সারাদেশে কাজ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি; কাজের রেট সিডিউল বৃদ্ধির দাবিতে মানববন্ধন

আহসান সুমন :: ৮০ শতাংশ কাজের রেট সিডিউল বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন ঠিকাদার কল্যাণ সমিতি কক্সবাজার জেলা শাখা। বুধবার সকালে লিংক রোডস্থ সমিতির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মকবুল আলমের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে স্মারকলিপি দেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় সমিতির সকল দাবীর সাথে একমত পোষন করে ঠিকাদারদের সমস্যা সমাধানে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন জেনারেল ম্যানেজার।   এর আগে মানববন্ধনে কক্সবাজার জেলা পল্লী বিদ্যুতায়ন ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মোঃ জাকের হোছাইন ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সালের রেট দিয়ে এখনো কাজ চলছে, যা খুবই দুঃখজনক। অথচ, দীর্ঘদিন ধরে জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বিশেষ করে শ্রমিক, মিস্ত্রী এবং ফোরম্যানের বেতনসহ প্রয়োজনীয় সবকিছু মূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে সেভাবে সিডিউল রেট পরিবর্তন হয়নি। আগের রেটে সিডিউল হওয়ার করণে লাভতো দুরের কথা উল্টো লোকশানের পাল্লা ভারী হচ্ছে প্রতিনিয়ত। এভাবে চলতে থাকলে সারাদেশে কাজ বন্ধ করে দেয়ার হুশিয়ারি দেন ঠিকাদাররা।