২০ শিক্ষার্থীকে উদ্ধার করা সেই শিক্ষিকা আর নেই
Monday, July 21, 2025
রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে দগ্ধ হওয়া সাহসী শিক্ষিকা মেহেরীন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজউন)। সোমবার রাতে তিনি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
জানা গেছে, দুর্ঘটনার মুহূর্তে মেহেরীন চৌধুরী জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত অন্তত ২০ জন শিক্ষার্থীকে ক্লাসরুম থেকে বের করে নিরাপদে সরিয়ে আনেন। তবে শিক্ষার্থীদের বের করার পর নিজে আর সময়মতো বের হতে পারেননি। ঘটনাস্থলেই তার শরীরের একটি অংশ দগ্ধ হয়। এরপর ৪৬ বছর বয়সী এই শিক্ষিকাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উদ্ধার অভিযানে থাকা একজন সদস্য ও শিক্ষার্থীদের পরিবার সূত্রে জানা যায়, ওই শিক্ষিকার বীরত্বপূর্ণ পদক্ষেপের কারণেই অনেক শিক্ষার্থী প্রাণে রক্ষা পায়। এক ছাত্রীর বাবা সুমন বলেন, “ম্যাডাম অনেক ভালো। সেনাবাহিনীর কর্মকর্তারা বলেছেন, শিক্ষিকার কারণে অন্তত ২০ জন শিক্ষার্থী বেঁচে গেছে।”
উল্লেখ্য, গত রবিবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ ২০ জন নিহত এবং অন্তত ১৭১ জন দগ্ধ হয়।