উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মা-মেয়েকে অজ্ঞান করে ধর্ষণ

কক্সবাজারের উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জুসে চেতনানাশক মিশিয়ে এক নারী ও তার কিশোরী মেয়েকে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই রোহিঙ্গা বাসিন্দাকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ঘটনাটি ঘটেছে ২১ জুলাই (সোমবার) বিকেলে। পুলিশ জানায়, অভিযুক্তরা পূর্বপরিকল্পনা অনুযায়ী জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে মা ও মেয়েকে তা পান করায়। অজ্ঞান হওয়ার পর তাদের পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে জ্ঞান ফিরলে ভুক্তভোগীরা বিষয়টি পরিবার ও ক্যাম্প প্রশাসনকে জানায়। অভিযোগ পাওয়ার পর ১৪ এপিবিএন দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন—বি ব্লকের সৈয়দ হোসেনের ছেলে হাবিব উল্লাহ (৫০) এবং মো. হোসেনের ছেলে মো. হাবিব উল্লাহ (১৯)। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন জানান, “ভুক্তভোগীদের অভিযোগ পাওয়ার পর আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।”