টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৩, অটোরিকশা জব্দ

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ১২ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। অভিযানে তিনজন মাদক কারবারিকে আটক করা হয় এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ও হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। আটককৃতরা হলেন—হ্নীলা ইউনিয়নের রোজার ঘোনা এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল জলিল (৩৫), বাহারছড়া ইউনিয়নের বাগঘোনা বাজার নোয়াখালী পাড়ার মৃত সাদু আক্কাস ওরফে আদ আক্কাসের ছেলে সিরাজুল ইসলাম (৩২) এবং বরিশাল জেলার চর দুর্গাপুর এলাকার মৃত নাদের বক্সের ছেলে ও বর্তমানে ঢাকার ডেমরা থানার গ্রীনসিটি-সানারপাড় এলাকার বাসিন্দা মিজানুর রহমান ওরফে মিজু মিয়া (৪২)। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তার নেতৃত্বে এসআই খোকন কান্তি রুদ্র ও এসআই মিল্টন দে’র সমন্বয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল থেকে টানা তিন ঘণ্টা বাহারছড়া ও হোয়াইক্যং এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে উল্লেখিত মাদকদ্রব্য, নগদ টাকা এবং সিএনজি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটক আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে এবং তাদের কক্সবাজার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।