উখিয়ায় ১০ লাখ টাকার বার্মিজ সিগারেট উদ্ধার, আটক ২

কক্সবাজারের উখিয়ায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ‘ওরিস’ ব্র্যান্ডের অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। শনিবার (১২ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ধুরুমখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাহমুদুল হকের বসতঘরে মজুদকৃত ৪৮০ ডান্ডা ‘ওরিস’ ব্র্যান্ডের বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়। প্রতিটি ডান্ডায় ২০০টি করে মোট ৯৬ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা। আটককৃতরা হলেন—হলদিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জনাব আলী পাড়া গ্রামের নুরুল আলমের ছেলে মাহমুদুল হক (৪৮) এবং একই এলাকার আশরাফ আলীর ছেলে শরিফুল আলম (২২)। পুলিশ জানিয়েছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তপথে অবৈধভাবে বার্মিজ সিগারেট দেশে এনে স্থানীয় বাজারে সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত সিগারেটগুলো বিক্রির উদ্দেশ্যে গোপনে মজুদ করে রাখা হয়েছিল। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অবৈধ চোরাচালান প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”