টেকনাফে পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১
Sunday, August 10, 2025
টেকনাফ প্রতিনিধি
টেকনাফে পৃথক দুই অভিযানে ২ কেজি গাঁজা ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে এক যুবককে আটক করা হয়েছে।
আটককৃত যুবক হলেন—টেকনাফ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড নতুন পল্লানপাড়া বৈদ্যঘোনা এলাকার মৃত ফকির আহমেদের ছেলে আব্দুল মান্নান (১৯)।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান (পিএসসি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার (১০ আগস্ট) সকালে দমদমিয়া বিওপির একটি টহলদল নিয়মিত যানবাহন তল্লাশির অংশ হিসেবে চট্টগ্রাম থেকে টেকনাফগামী সৌদিয়া পরিবহনের একটি বাস (চট্টমেট্রো-ব-১১-১১২৪) থামিয়ে তল্লাশি চালায়। এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা ও ব্যক্তিগত ব্যবহারের একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক যুবক ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে একই দিন প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে কিছু ব্যক্তি মাছ ধরার ছদ্মবেশে নাফ নদী হয়ে বাংলাদেশের জেলে সেজে অবস্থানরত সহযোগীদের কাছে অভিনব কৌশলে মাদক সরবরাহের চেষ্টা করবে। এ তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপির দায়িত্বাধীন এলাকায় বিশেষ নৌটহল মোতায়েন করা হয়।
সকালে আনুমানিক ৭টা ৩০ মিনিটে সীমান্তের শূন্য লাইনের কাছাকাছি মিয়ানমারের অংশে একটি নৌকার সন্দেহজনক গতিবিধি নজরে আসে। বিজিবি সদস্যরা ধাওয়া করলে নৌকাটি একটি প্লাস্টিকের ব্যাগ নদীতে ফেলে মিয়ানমারের ভেতরে সরে যায়। ব্যাগটি উদ্ধার করে তাতে বিশেষভাবে মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লে. কর্নেল আশিকুর রহমান আরও বলেন, চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় ভবিষ্যতেও এই অবস্থান অটুট থাকবে।