উখিয়ায় বন্য হাতির মৃত্যু, জানা যায়নি মৃত্যুর কারণ
Wednesday, September 17, 2025
স্টাফ রিপোর্টার, উখিয়া
কক্সবাজারের উখিয়ায় একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। তবে হাতিকে হত্যা করছে কিনা এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উখিয়া রেঞ্জের অধীনে সদর বিটের আওতায় দোছড়ি রফিকের ঘোনা এলাকায় মৃত অবস্থায় বন্য হাতি দেখতে পায় স্থানীয়রা।
দক্ষিণ বন বিভাগ উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে হাতির মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
এ ব্যাপারে দোছড়ি বিট কর্মকর্তা রনি তালুকদার জানান, ভিলেজারের মারফতে খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় হাতিটি উদ্ধার করা হয়। দোছড়ি রফিকের ঘোনা খালের উত্তর-পূর্ব হাতিটি মৃত অবস্থায় পড়ে থাকে। এ সময় হাতির মুখ থেকে প্রচুর পরিমাণ রক্ত বের হচ্ছিল। দুপুর দুইটার দিকে প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটনারি সার্জন ঘটনাস্থলে গিয়ে মৃত হাতির ময়নাতদন্ত সম্পন্ন করেন। আলামত সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।
দোছড়ি বিট কর্মকর্তা রনি তালুকদার আরও বলেন, ময়না তদন্তের রিপোর্ট আসলে হাতির মৃত্যুর কারণ জানা যাবে। বর্তমানে মৃত হাতিটি মাটিতে পুঁতে হয়ে ফেলা হয়েছে।