সাজেকে চাঁদের গাড়ি খাদে, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

সাজেকে পর্যটকবাহী গাড়ি (চাঁদের গাড়ি) খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ আরও ১২ জন। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে সাজেকের শিজক ছড়া-হাউজপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফসানা রিংকি। তিনি খুবির পদার্থ বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। রিংকি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আবদুর রহমানের মেয়ে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানায়, ১৪ সেপ্টেম্বর সাজেকে পদার্থ বিজ্ঞান বিভাগের ২১ ব্যাচের ৩৯ জন শিক্ষার্থী ও তিন শিক্ষক সাজেকে শিক্ষা সফরে যান। ফেরার পথে ওই এলাকায় শিক্ষার্থীদের বহনকারী জিপটি খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা রিংকি নিহত হন। শিক্ষক-শিক্ষার্থীসহ আহত হন আরও ১২ জন। খুবি গণসংযোগ বিভাগের ব্যক্তিগত সহকারী জয়নাল ফরাজী জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ ক্যাম্পাসে আনা হবে কিনা এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যসহ জ্যেষ্ঠ শিক্ষকরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলছেন।