ঈদগাঁও–ঈদগড় সড়কে ডাকাতি: দুই মোটরসাইকেল আরোহী অপহৃত
Sunday, September 21, 2025
কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে আবারও সংঘবদ্ধ ডাকাত দলের তাণ্ডবের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হিমছড়ি ঢালায় এই ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেলযোগে দুই আরোহী ঈদগড় থেকে ঈদগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। ডাকাতির হটস্পট হিসেবে পরিচিত হিমছড়ি ঢালায় পৌঁছালে সংঘবদ্ধ ডাকাত দলের কবলে পড়েন তারা। এসময় ডাকাতরা মোটরসাইকেল থামিয়ে দুই আরোহীকে অপহরণ করে নিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা না গেলেও পরে স্থানীয় সাংবাদিক আবুল কাসেম নিশ্চিত করেন যে, অপহৃত দু’জনই ঈদগড়ের বাসিন্দা।
এই বিষয়ে ঈদগাঁও থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন,
আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।



