মেজর জেনারেল কবীর আহাম্মদকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ
Sunday, September 21, 2025
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন বিভাগের প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেনকেও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২০২২ সালের ১৯ জুলাই মেজর জেনারেল কবীর আহাম্মদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেদিন গণভবনে তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান এবং জিপিআরের ডেপুটি কমানন্ড্যান্ট কর্নেল মোবারক হোসেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেজর জেনারেল কবীরের স্ত্রী ফাতেমা কবির, ছেলে ইসমাম আহমেদ ও মেয়ে আরিবা উপস্থিত ছিলেন।
নতুন এ প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সামরিক দায়িত্ব থেকে কূটনৈতিক দায়িত্বে যুক্ত হচ্ছেন।



