মহেশখালী থানা পুলিশের অভিযানে ২ টি দেশীয় তৈরী একনলা বন্দুক সহ তিনজন অস্ত্রধারী আসামী গ্রেফতার।
Tuesday, September 02, 2025
মহেশখালী থানা পুলিশের অভিযানে ২ টি দেশীয় তৈরী একনলা বন্দুক সহ তিনজন অস্ত্রধারী আসামী গ্রেফতার।
অদ্য ০২/০৯/২০২৫ খ্রি. সন্ধ্যা অনুমান ১৯:৩০ ঘটিকায় মহেশখালী থানা পুলিশের একটি আভিযানিক দল মহেশখালী পৌরসভাস্থ গোরকঘাটা জেটি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০২ (দুই)টি দেশীয় তৈরী একনলা বন্দুক সহ ১। সাইফুল ইসলাম(২৫), পিতা- মোহাম্মদ হোসেন, মাতা- সালেহা বেগম, সাং- দক্ষিণ পাহাড়তলী, ৭নং ওয়ার্ড, ২। গোলবাহার খাতুন(৬৫), স্বামী- মৃত আব্দুল হাকিম, সাং- আলীর জাহান, এস এম পাড়া, ৫নং ওয়ার্ড, ৩। দিলবার বেগম(৬০), স্বামী- মৃত সুলতান আহম্মদ, সাং- আলীর জাহান, এস এম পাড়া, ৫নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, সর্বথানা-কক্সবাজার সদর, জেলা- কক্সবাজারদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।