কাজের স্বীকৃতি হিসেবে আইজিপি কর্তৃক নগদ ১লক্ষ টাকা পুরস্কার পেলেন চকরিয়া থানার ওসি তৌহিদ

এম.মনছুর আলম,চকরিয়া : সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় সংঘটিত খুনসহ ডাকাতি ঘটনায় চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ ও চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ডাকাত দলের প্রধানকে আলামতসহ গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতার পরবর্তীতে বিজ্ঞ আদালতে তাদের প্রদত্ত জবানবন্দীতে উল্লেখিত অপর দুই আসামিকেও বাকি লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার করতে সক্ষম হওয়ায় বাংলাদেশ পুলিশের প্রধান (আইজিপি) বাহারুল আলম বিপিএম কাজের স্বীকৃতি ও কর্ম-উৎসাহ অব্যাহত রাখার নিমিত্তে নগদ এক লক্ষ টাকা প্রদান করেন। আইজিপি কর্তৃক প্রদত্ত এক লক্ষ টাকা কক্সবাজার পুলিশ সুপার মো: সাইফউদ্দীন শাহীন আনুষ্ঠানিক ভাবে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার হাতে তুলে দেন। কাজের ভালো পারফরমেন্স জন্য চকরিয়া থানা টিমের সকল সদস্যকে জেলা পুলিশ, কক্সবাজারের পক্ষথেকে অভিনন্দন জ্ঞাপন করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আইজিপি মহোদয় প্রদত্ত এই পুরস্কার ও সম্মান এককভাবে আমার কৃতিত্ব নয়। এটি চকরিয়া থানায় কর্মরত সকল সহকর্মীদের একাগ্রতা, ঐকান্তিকতা ও পেশাদারিত্বের ফল। জনগণের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার। বিশেষ করে এ অভিযানে চকরিয়া সার্কেল মহোদয়ের দিকনির্দেশনা ও পরামর্শে এবং সরাসরি টিমের সাথে মাঠে থেকে হত্যার প্রধান আসামি গ্রেপ্তারসহ তথ্য উদঘাটনে অনন্য ভূমিকা রেখেছেন। তার আন্তরিকতার কারণে আজকের এ কাজের স্বীকৃতি। সকলের প্রচেষ্টায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন। # এম.মনছুর আলম নিজস্ব প্রতিবেদক, চকরিয়া তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি।