টেকনাফে অপহৃত যুবক উদ্ধার,অপহরনকারী চক্রের এক সদস্য আটক
Tuesday, September 23, 2025
আব্দুস সালাম,টেকনাফ
টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত আব্দুল মান্নান (২৫) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।এসময় অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়।
আটক অপহরণকারী হলেন,টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড গোদার বিল এলাকার মোহাম্মদ হাকিমের ছেলে মোঃ রুবেল (২৫)।
উদ্ধার হওয়া অপহৃত যুবক হলেন,উপজেলার সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ গোলার পাড়ার নাছির আহমদের ছেলে আব্দুল মান্নান (২৫)।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবু জায়েদ মোঃ নাজমুন নূর গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) তারই নেতৃত্বে উপ-পরিূর্শক (এসআই) মোঃ খায়রুল হাসান,উপ-পরিদর্শক (এসআই) সনজিব কান্তি নাথ সঙ্গীয় ফোর্সসহ টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ভিকটিম আব্দুল মান্নানকে উদ্ধার করতে সক্ষম হয়।এসময় অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃতের অপরাপর ৪/৫জন সহযোগী কৌশলে পালিয়ে যায়।অপহরণকারীরা ভিকটিমের পরিবারের কাছে ৫০হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।
তিনি আরও জানান,এ ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



