টেকনাফে বিএনপি নেতা খুন
Friday, September 19, 2025
নিজস্ব সংবাদদাতা, টেকনাফ:
টেকনাফ পৌর বিএনপির আওতাধীন ৭নং ওয়ার্ড বিএনপি নেতা সন্ত্রাসীদের এলোপাতাড়ি দা'র কোপে এমদাদ হোসেন মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে এই বর্বরোচিত হামলার ঘটনাটি ঘটে। এ হামলার পর তাকে গুরুতর আহত অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উক্ত ঘটনার পর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবলু, সিনিয়র সহ-সভাপতি হাফেজ এনামুল হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক ফরহাদ আমিন, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল। পৌর যুবদলের আহ্বায়ক আবদুল শুক্কর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ, পৌর যুবদলের সদস্য সচিব মো. আয়ুব, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রহমত উল্লাহ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ-আল নোমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ সাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ



