ছেলেটির সন্ধান দিন পুরস্কার জিতে নিন

মোঃ দাইদ ইব্রাহীম জুউস (১৭) পিতা-সাইফুল রহমান, মাতা-বুলবুল আক্তার, সাং-হাজির পাড়া, ৬নং ওয়ার্ড, ৪নং রাজাপালং ইউনিয়ন, উপজেলা -উখিয়া, জেলা-কক্সবাজার। নামক এই ছেলেটি গত ১২ সেপ্টেম্বর সকাল অনুমান সাড়ে ১০ টার দিকে উখিয়া সদর ষ্টেশন দারোগা বাজারে যাওয়ার কথা বলে বাড়ী হতে বের হয়ে এখনো ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল -০১৮৬০-৮৫৫৩৪৪ নাম্বারটিও বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের ধারনা তাদের সন্তান মোঃ দাইদ ইব্রাহীম জুউস কোন পাচারকারী কিংবা অপহরনকারীর কবলে পড়তে পারে। পরণে- সবুজ রংয়ের পুল হাতা শার্ট, কালো রংয়ের জিন্স প্যান্ট, লম্বা অনুমান-৫ ফুট, গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল-গোলাকার, মাথার চুল-কালো মধ্যম, হালকা পাতলা গঠনের শরীর। ছেলে জুউস এর চিন্তায় তার শয্যাশায়ী। কোন সুহৃদয়বান ব্যাক্তি ছেলেটির সন্ধান দিতে পারলে তাকে উপযুক্ত সম্মানি প্রদান করা হবে পাশাপাশি উক্ত ছেলেটির সন্ধান পেলে নিম্ন মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলো। ইতিমধ্যে তার পিতা সাইফুল রহমান উখিয়া থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছেন। মোবাইল নং-01811539108