রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) জানায়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সামনে এ ঘটনা ঘটে। অভিযানে আটক দুই নারী হলেন, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর বাসিন্দা মমতাজ (২০) এবং রামু উপজেলার মাদ্রাসা পাড়ার মনোয়ারা (৪৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে বিজিবির নারী সদস্যদের মাধ্যমে দেহ তল্লাশি চালিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে বিশেষভাবে লুকানো ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। এদিকে সীমান্ত সুরক্ষা ও মাদক প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি সীমান্ত রক্ষী বাহিনী মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই শীর্ষ কর্মকর্তা।